Header Ads

Header ADS

এখন আর সুখী মানুষের চেহারা দেখেন না মান্না

 

sutonnymj

এক বাইকচালকের নিজের বাইকে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,  পুলিশ তাকে (বাইকচালক) ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে রাগে-দুঃখে তিনি তার গাড়িতে আগুন দিয়েছেন। সবচাইতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার পরে। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে। আটক করে কারণ জিজ্ঞাস করতেই পারে কিন্তু কতক্ষণ? ১৮ ঘণ্টা তাকে পুলিশের কাছে রাখা হয়েছে। তিনি যখন বের হলেন, তখন বললেন—দোষ আমার, ভুল আমার। কী কারণে ওই বাইকার নিজের দোষ স্বীকার করছে আমরা জানি। এই দেশে গুমের ইতিহাস জানি। আমরা এই দেশে রিমান্ডের নামে অত্যাচারের ইতিহাস জানি।

 

No comments

Powered by Blogger.