Header Ads

Header ADS

 বিসমিল্লাহির রহমানির রাহিম 

কোরআনের একটি আয়াত্‌ কুরআন শরিফের সুরা নামলের একটি আয়াত বা অংশ সূরা তওবা ব্যতিত প্রতেক সুরার প্রথমে বিসমিল্লাহ লেখা হয় বিসমিল্লাহ সূরা আল-ফাতিহা রংস না    অন্যান্য সকল সূরার অংশ এতে ইমামগণের ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন

 ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি বলেন সূরা তওবা ব্যতিত

 অন্য কোন সূরার অংশ নয়    তবে এটি এমন একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত   যা প্রত্যেক সূরার প্রথমে লেখা হয় এবং দুটি সূরার মধ্যে পার্থক্য নির্দেশ  করার জন্য অবতীর্ণ হয়েছে 

কোরআন তেলাওয়াত    ও প্রত্যেক কাজের শুরুতে   বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আরম্ভ করা জাহেলিয়াতের যুগের লোকদের অভ্যাস ছিল তারা তাদের প্রত্যেকে কাজ তাদের উপাস্য দেবদেবীর নামে শুরু করতো এই প্রথা রহিত করার জন্য হযরত জিব্রাইল আলাই সাল্লাম পবিত্র কুরআনের সর্ব প্রথম আয়াত নিয়ে এসেছিলেন

 তাতে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত আরম্ভ করার আদেশ দেওয়া হইয়াছে    ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক অর্থাৎ পাঠ করুন আপনার পালনকর্তা নামে কোন কোন বর্ণ নয় দেখা যায় স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রথমে  প্রত্যেক কাজের সুরুতে বিসমিকাল্লাহুমা বলে আরম্ভ করতেন এবং কোন কিছু লিখতে হলেও এ কথা প্রথমে লিখতেন

 বিসমিল্লা অবতীর্ণ হওয়ার পরে সকল কাজের জন্য বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে  কাজ শুরু করার নিয়ম প্রবর্তিত হইয়াছে  

 [রুহুল মাআনী]

 কোরআন শরীফের স্থানে স্থানে উপদেশ রয়েছে যে প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করো রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে কাজ  বিসমিল্লাহ বলে আরম্ভ হয় তাতে কোনো বরকত থাকে না । 

No comments

Powered by Blogger.